আর পাংচার হবে না টায়ার

প্রকাশ | ১০ জুন ২০১৯, ১০:৩৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

নতুন প্রযুক্তির টায়ার বাজারে এলো। এই টায়ার আর পাংচার হবে না। প্রায় পাঁচ বছর ধরে হাওয়া ছাড়া টায়ার তৈরির জন্য গবেষণা চালিয়ে অবশেষে এই টায়ার বাজারে ছাড়ার ঘোষণা দিল মিসিলিন নামের একটি প্রতিষ্ঠান। 

আমেরিকার জেনারেল মোটরসের সঙ্গে হাত মিলিয়ে যাত্রীবাহী গাড়ির জন্য সম্পূর্ণ নতুন প্রযুক্তির টায়ার তৈরি শুরু করেছে মিসিলিন।

ইউনিক পাংচারপ্রুফ টায়ার সিস্টেম নামের নতুন এই টায়ার উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি।

জেনারেল মোটরসের সঙ্গে যৌথ বিনিয়োগে এই টায়ার বাণিজ্যিকভাবে তৈরির প্রচেষ্টা হাতে নেয়া হয়েছে। ২০২৪ সালে এটি বাজারে আসবে। 

ইলেকট্রিক গাড়ির কথা মাথায় রেখে নতুন প্রযুক্তির এই টায়ার ডিজাইন শুরু হচ্ছে। নতুন এই টায়ারে হাওয়া থাকবে না। তাই পাংচারের ঝামেলা থেকে চিরতরে মুক্তি মিলবে।

জটিল আর্কিটেকচার আর সম্পূর্ণ নতুন পদার্থ দিয়ে এই টায়ার তৈরি হবে। সম্পূর্ণ গতিতে গাড়ি চললেও গাড়ির ওজন সহজেই নিয়ে পারবে এই টায়ার। পাংচারের জন্য বিশ্বব্যাপী প্রতি বছর ২০ কোটি টায়ার ফেলে দিতে হয়। নতুন প্রযুক্তির টায়ার বাজারে এলে পাংচার ইতিহাস হয়ে যাবে। তার জন্য এখনও কয়েক বছর অপেক্ষা করতে হবে।

(ঢাকাটাইমস/১০জুন/এজেড)