সৈয়দপুরে অটোরিকশায় বাসের চাপা, নিহত ২

প্রকাশ | ১০ জুন ২০১৯, ১৫:৫৩ | আপডেট: ১০ জুন ২০১৯, ১৫:৫৭

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ঢাকাটাইমস

নীলফামারীর সৈয়দপুর শহরের ওয়াপদা নতুন হাট এলাকায় একটি অটোরিকশাকে বাস চাপা দেয়। এ দুর্ঘটনায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত ও এক যাত্রী আহত হন।  রবিবার রাত সোয়া ১২টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক শফিকুল ইসলাম ও যাত্রী মোহন।

ঢাকাগামী নাবিল নৈশ কোচটি শহরের ওয়াপদা মোড়ের কাছে নতুনহাট এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মোহন মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে। আহত অটোরিকশা চালক শফিকুল ইসলাম ও অপর যাত্রী পারভেজ হোসেনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় অটোরিকশা চালক শফিকুল ইসলাম সোমবার দুপুর ১১টার দিকে মারা যান। যাত্রী পারভেজের অবস্থাও সংকটাপন্ন।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতারে ভর্তি করে এবং বিক্ষুব্ধ জনতাকে শান্ত করাসহ বাসটি জব্দ করে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

(ঢাকাটাইমস/১০জুন/এলএ)