বাঘাইছড়িতে মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০১৯, ১৬:৫০

রাঙামাটির বাঘাইছড়িতে একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক ও তার সহকারী অক্ষত রয়েছেন।

সোমবার সকাল সাত টার দিকে দিঘিনালা বাঘাইছড়ি সড়কের ১০ কিলো এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটি দোকানিদের মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে বাঘাইছড়ি আসছিল।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। গাড়ির চালক ছিলেন ফরিদ আহমেদ (৪৩) ট্রাক চালক সহকারী ছিল আবুল বাশার (৪০)। তারা কেউ হতাহত হননি। মূলত চাঁদার জন্য এ কাজ করেছে সন্ত্রাসীরা। তাদের ধরতে অভিযান চলছে।

ট্রাক চালক ফরিদ আহমেদ বলেন, চারজন অস্ত্রধারী সন্ত্রাসী রাস্তায় এসে অস্ত্র তাক করে গাড়ির গতিরোধ করে। আমাদের দুজনের মোবাইল কেড়ে নেয়। চাঁদার টাকাও নেয়। এরপর চলে যাওয়ার কথা বলে ট্রাকের পেছন দিকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলের এক কিলোমিটার দুরে গত ১৮ মার্চ সন্ত্রাসীদের ব্রাশফায়ারে সাতজন নিহত হয়। আহত হয় ১৯ জন। হতাহতরা উপজেলা নির্বাচনী দায়িত্ব শেষে বাঘাইছড়িতে ফিরছিলেন।

ঢাকাটাইমস/১০জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :