রাজধানীর ৯৩ ভাগ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ!

প্রকাশ | ১০ জুন ২০১৯, ১৭:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজধানী ঢাকার ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বেশি রাখা হয়। আর এই পরিমাণটা শতকরা ৯৩ ভাগ বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।

সোমবার ‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবস’উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ফার্মগেটের খামারবাড়িতে বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা ছয় মাস ধরে নিয়মিত বাজার তদারকি করি। আর এই মাসগুলো পর্যালোচনা করে দেখা গেছে ভয়ঙ্কর তথ্য। ঢাকা শহরের প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। ভোক্তা আইনে এসব অভিযোগে অনেক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে।’

ওষুধ প্রতারণা রোধে তদারকি টিম গঠন করা হয়েছে জানিয়ে শাহরিয়ার বলেন, ‘অধিদপ্তরের পক্ষ থেকে সারা দেশে টিম করা হয়েছে। ক্রেতা সেজে বা কখনো ঝটিকা অভিযানের মাধ্যমে ফার্মেসিগুলোর কার্যক্রম নজরদারি করা হচ্ছে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্যপরিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর বিশ্বের চার লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়। এর আর্থিক ক্ষতিও প্রচুর। আর নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি কারও একক দায়িত্ব না। এ ক্ষেত্রে ভোক্তাকেও সতর্ক হতে হবে।’

(ঢাকাটাইমস/১০জুন/এসএস/জেবি)