অমিতাভের টুইটার হ্যাক করে ভারতকে সতর্কবার্তা

প্রকাশ | ১১ জুন ২০১৯, ১০:৪১

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস

বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের হামলার শিকার হয়েছে। তার অ্যাকাউন্ট হ্যাক করে তার বদলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি বসিয়ে দিয়েছে হ্যাকাররা।

জানা গেছে, পাকিস্তানপন্থী তুরস্কের হ্যাকার গ্রুপ আউলদিস টিম এই কাজ করেছে৷ শুধু মাত্র ছবি বদলই নয়, টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে হুমকি দেওয়া হয়েছে আইসল্যান্ডকে৷

অমিতাভের টুইটার হ্যাক করার পর হ্যাকাররা সেখানে লেখে, ‘সমগ্র দুনিয়ার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা৷ তুরস্কর ফুটবলারদের প্রতি আইসল্যান্ড প্রজাতন্ত্রের দায়িত্বজ্ঞানহীন, বিরূপ আচরণের আমরা তীব্র নিন্দা করছি। আমরা মৃদুভাষী হলেও বড় লাঠি নিয়ে চলাফেরা করে থাকি। এই কারণেই বিরাট মাপের সাইবার হামলা সম্পর্কে আপনাদের জানাচ্ছি। আইলদিস টিম টার্কিশ সাইবার আর্মির তরফে।’

আইসল্যান্ডের পাশাপাশি রয়েছে ভারতের উদ্দেশ্যেও কড়া বার্তা৷ লেখা রয়েছে, ‘রমজান মাসে উপবাসরত মুসলিমদের ওপর, স্বয়ং মুহাম্মদের উম্মাহর ওপর নির্মম আঘাত এনেছে ভারত। ভারতীয় মুসলিমদের নিরাপত্তার দায়িত্ব আমাদের দিয়েছেন আব্দুল হামিদ৷’

এই ঘটনার পরেই মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন অমিতাভ বচ্চন৷ জানানো হয় মহারাষ্ট্র পুলিশকেও৷ অমিতাভ বচ্চনের ট্যুইটার হ্যাকের অভিযোগ দায়েরের ঘন্টাখানেকের মধ্যে ইমরান খানের ছবি ডিলিট করে ফেলা হয়৷ দেওয়া হয় অভিনেতার নিজস্ব ছবি৷

টুইটারে তার ফলোয়ারের সংখ্যা ৩৪.৪ মিলিয়ন৷ এর মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন৷ এর আগে ২০১৫ সালেই বিগ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল৷ হ্যাকারদের কবলে পড়েছিল অমিতাভ পুত্র অভিষেকের টুইটার অ্যাকাউন্টও৷

ঢাকা টাইমস/১১জুন/একে