কানাডায় কনস্যুলেট বন্ধ করবে ভেনেজুয়েলা

প্রকাশ | ১১ জুন ২০১৯, ১৪:৩০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

কানাডার ভ্যাঙ্কুবার, টরেন্টো ও মন্ট্রিল শহরে অবস্থিত কনস্যুলেট অফিস সাময়িকভাবে বন্ধ করবে ভেনেজুয়েলা। রাজধানী কারাকাসে কানাডার দূতাবাস বন্ধ করে দেয়ার জবাবে ভেনেজুয়েলার সরকার এ ব্যবস্থা নিতে যাচ্ছে। 

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডার রাজধানী অটোয়াতে অবস্থিত দূতাবাসই সমস্ত দায়িত্ব পালন করবে।

চলতি সপ্তাহের প্রথম দিকে কানাডা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থিত তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। কানাডা অভিযোগ করেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কানাডীয় কূটনীতিকদের কাজে বাধা সৃষ্টি করছেন। তবে, কারাকাস বলছে, ভেনেজুয়েলা সরকারের প্রতি শত্রুতামূলক আচরণের কারণে কানাডা এ সিদ্ধান্ত নিয়েছে যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

গত জানুয়ারি মাসে ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। এরপর থেকে দেশটিতে মারাত্মক রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আমেরিকা ও কানাডাসহ পশ্চিমা দেশগুলো মাদুরো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

ঢাকা টাইমস/১১জুন/একে