‘দেশদ্রোহী তকমাও পেয়েছি, লড়াই সার্থক’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০১৯, ১৫:২২

ভারতের কাঠুয়ায় আট বছরের শিশুকন্যা আসিফা বানুকে সাতদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ করে প্রভাবশালী কিছু ব্যক্তি৷ তারপর নির্মমভাবে হত্যা করা হয় তাকে৷ গোটা ভারত কেঁপে উঠেছিল এই ঘটনায় ৷ প্রতিবাদের ঝড় উঠেছিল ৷ কাঠুয়াকাণ্ডে প্রতিবাদের মুখ হয়ে উঠেছিল আইনজীবী দীপিকা সিং রাজাওয়াত৷ কাঠুয়ার ছোট্ট মেয়েটির জন্য ‘ন্যায়-বিচার’ চেয়ে গর্জে উঠেছিলেন দীপিকা৷ এই কারণে, প্রাণ নাশের হুমকিও পেয়েছিলেন দীপিকা সিং রাজাওয়াত৷ তবে থেমে থাকেননি দীপিকা৷ লড়ে গিয়েছিলেন দীপিকা৷ শেষ পর্যন্ত সেই মামলায় ছয় জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এরপরই দীর্ঘ একটি লেখা লিখেছেন হলিউড অভিনেত্রী এমা ওয়াটসনের প্রশংসা পাওয়া এই আইনজীবী।

দীপিকা সিংহ রাজাওয়াতের সেই লেখাটি ঢাকা টাইমস পাঠকদের জন্য তুলে ধরা হলো-

মানুষ মামলা লড়ার জন্য সাহায্য চেয়ে আইনজীবীর কাছে যান। এক্ষেত্রে নিজের পেশাদার ‘ইগো’ ঝেড়ে ফেলে আইনজীবী হয়ে আমিই ছুটে গিয়েছিলাম মামলাটির বিষয়ে খোঁজ নিতে। তার ফল পেলাম সোমবার।

২০১৮ সালের জানুয়ারি মাসে কাঠুয়ায় ঘটনাটি ঘটে। কাঠুয়ার ওই বাচ্চা মেয়েটিকে যেভাবে গণধর্ষণ করে খুন করা হয়েছিল, সেটা শোনার পরে চুপ করে বসে থাকতে পারিনি। নিজেকে বলি, ওই ছোট্ট মেয়েটা যদি সুবিচার না পায়, তা হলে এগারো বছর ধরে এই পেশায় থেকে কী করলাম! অপরাধীরা শাস্তি পাওয়ায় মনে হচ্ছে, এত দিনের উৎকণ্ঠার অবসান হল।

কাঠুয়া গণধর্ষণ মামলায় অভিযুক্ত আট জনের মধ্যে ছ’জনকেই দোষী সাব্যস্ত করেছে পাঠানকোট বিশেষ আদালত। আইনি লড়াইয়ে এটা খুবই বড় একটা জয়! বাকি দুই অভিযুক্তের এক জন বেকসুর খালাস পেলেও নাবালক অভিযুক্তের মামলার শুনানি এখনও জম্মু-কাশ্মীর হাইকোর্টে চলছে।

মামলা হাতে নিয়েই বুঝতে পারি, এই এলাকা থেকে নিরপেক্ষভাবে মামলা লড়া সম্ভব নয়। অসম্ভব চাপ আসতে থাকে হতদরিদ্র পরিবারটির ওপর। রাজনৈতিক চাপতো ছিলই, একই সঙ্গে প্রভাবশালীদের চাপে প্রাথমিকভাবে বেশ কিছু তথ্যপ্রমাণ লোপাট হয়ে যায়। তখনই আমরা হাইকোর্টে মামলা অন্যত্র স্থানান্তরের আবেদন জানাই। মামলা পাঠানকোটে সরানো হয়। নতুন করে কার্যবিধি শুরু হয়। পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তদন্তভার আসে। সর্বোচ্চ আদালতের বিশেষভাবে নির্দেশ ছিল, এই মামলার শুনানির দিন ‘মিস’ করা যাবে না।

পাশাপাশি জঘন্য ওই অপরাধকে ধর্মের তাস বানিয়ে খেলা চলতে থাকে। রাজনৈতিক প্রভাব, মানুষকে ভুল বুঝিয়ে খেপিয়ে তোলার মতো উস্কানি ছিল। মামলা হাতে নিয়ে আমাকেও হুমকির মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন ট্রোল করা হয়েছে। এমনকি, বাচ্চা মেয়েটির জন্য আইনি লড়াইয়ে অংশ নিয়ে এমনও শুনতে হয়েছে— আমি নাকি দেশদ্রোহী! চুপ করে থেকেছি। আত্মবিশ্বাসী হয়ে ধৈর্য ধরে থেকেছি। ভরসা রেখেছি নিজের ওপর। সেই সব অপমানের জবাব এ দিনের আদালতের রায়।

তবে আমার একার লড়াইয়ে এই রায় নয়। ক্রাইম ব্রাঞ্চের যে অভিজ্ঞ অফিসারেরা কাঠুয়া মামলার তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন, আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে তদন্ত করেছেন, অসম্ভব পরিশ্রম করে গিয়েছেন দিনের পর দিন, তাদের কথাও বলব। সরকারের পক্ষে যে আইনজীবীরা লড়েছেন, তাদের অবদানও কম নয়।

সর্বোপরি, ভারতীয় বিচারব্যবস্থা। যার ওপর আমার সবসময় আস্থা ছিল। লোকসভা ভোটের ফলপ্রকাশের পরে অনেকেই আশঙ্কা করেছিলেন, হয়ত অপরাধীরা ছাড়া পেয়ে যাবে। অভিযুক্তদের সমর্থনে যেখানে রাজনৈতিক দল মিছিল বার করে, সেখানে এই আশঙ্কা অমূলক নয়। তবে সোমবারের রায় প্রমাণ করে দিল, আইন কারও জন্য আলাদা নয়। কাঠুয়া-কাণ্ডে তিন জনের যাবজ্জীবন হয়ত মেয়েটিকে ফিরিয়ে দেবে না, তবে ওর বাবা-মা জানবেন বিচার হয়েছে। সমাজ জানবে, এমন ভয়ানক অপরাধ করে পার পাওয়া যায় না।

অনেকে বলেছেন, আমি নাকি প্রচারের জন্য মামলা হাতে নিয়েছিলাম। তাদের বলব, আমি যখন ব্যক্তিগতভাবে মামলা হাতে নিই, তখনও অনেকে ঘটনাটা জানতেনই না। এক সময়ে বলা হচ্ছিল, আমি মামলা থেকে সরে গিয়েছি। বস্তুত সেটা সম্ভব ছিল না। নিম্ন আদালত থেকে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছি। শেষ দিকে সরকারি আইনজীবীরাই শুনানি করেছেন। বেসরকারি আইনজীবী হিসেবে সে এক্তিয়ার আমার ছিল না। তাই মামলার গতিবিধির উপরে নজর রেখে গিয়েছি। কিন্তু নিজের সম্প্রদায়ের মানুষের বিরোধিতা উড়িয়ে যে মামলা লড়তে এসেছিলাম, তা কি মাঝপথে ছেড়ে যাব বলে? আজ সেই লড়াই সার্থক।

ঢাকা টাইমস/১১জুন/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

ইসরায়েলি হামলায় গাজা একটি ‘মানবিক নরকে’ পরিণত হয়েছে: গুতেরেস

ইরানের ওপর ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :