গাছের সঙ্গে বাসের ধাক্কা, হেলপার নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০১৯, ১৭:১১

যশোর সদর উপজেলার যশোর-মাগুরা সড়কে গাছের সঙ্গে ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কা লেগেছে। এ দুর্ঘটনায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হন ১৩ জন যাত্রী।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার নোঙ্গরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম হোসেন আলী বিশ্বাস। হোসেন আলী বিশ্বাস সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের হাসেম আলী বিশ্বাসের ছেলে।

নিহতের চাচাতো ভাই সেলিম বিশ্বাস বলেন, ‘হোসেন আলী বিশ্বাস ঈগল পরিবহনের একটি বাসে হেলপারের কাজ করতেন। সোমবার রাতে ঈগল পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়ক দিয়ে ভোর চারটার দিকে বাসটি যশোর সদর উপজেলার নোঙ্গরপুর এলাকায় পৌঁছায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হেলপার হোসেন আলী বিশ্বাসসহ বাসটির অন্তত ১৪ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক সফিউল্লাহ সবুজ সকাল ছয়টার দিকে হোসেন আলী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’’

কোতয়ালি থানার উপ-পরির্শক মনিরুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঈগল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। সেই সাথে আহত ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।’ (ঢাকাটাইমস/১১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :