ভারত-নিউজিল্যান্ড ম্যাচও ভেস্তে যেতে পারে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০১৯, ১৭:২৩

চলতি বিশ্বকাপে ইতোমদ্যে দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির জন্য। মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও পরিত্যক্ত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ভারত-নিউজিল্যান্ড ম্যাচও।

কার্ডিফে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে প্রথমবার প্রভাব ফেলে বৃষ্টি৷ শ্রীলঙ্কা গোটা ইনিংস ব্যাট করলেও আফগানিস্তান ইনিংসের দৈর্ঘ্য ছোট হয়ে ৪১ ওভারে দাঁড়ায়৷ শেষমেশ ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচে জয় তুলে নেয় শ্রীলঙ্কা৷

পরে ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির জন্য শুরুই হয়নি৷ টস হওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হওয়ায় পাকিস্তান ও শ্রীলঙ্কা, উভয় দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয়৷

সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু হলেও খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ প্রথমে ব্যাট করতে নেমে ৭.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটের বিনিময়ে ২৯ রান তুললে প্রবল বর্ষণ শুরু হয়৷ যার ফলে নতুন করে আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি৷ এক্ষেত্রেও প্রোটিয়াদের সঙ্গে ১ পয়েন্ট ভাগ করে নেয় ক্যারিবিয়ানরা৷

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ইনিংস বিরতির সময় পর্যন্ত ভারি বৃষ্টি চলতে পারে নটিংহ্যামে৷ ফলে অন্ততপক্ষে দৈর্ঘ্যে কাট-ছাঁট করে নিস্পত্তি হতে পারে ম্যাচের৷ তবে বৃষ্টি যদি একটানা চলতে থাকে, তবে খেলা নাও শুরু হতে পারে৷

গত দু’দিনে স্থানীর আবহাওয়া দফতর লন্ডনসহ ইংল্যান্ডের বিস্তির্ণ অঞ্চলে হলুদ সতর্কতা জারি করে রেখেছে৷ নটিংহ্যামের ক্ষেত্রে সেই সতর্কতা জারি থাকবে গোটা সপ্তাহ জুড়ে৷

চলতি বিশ্বকাপে ভারত তাদের প্রথম দু’টি ম্যাচে জয় তুলে নিয়েছে৷ সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া৷ ওভালে অস্ট্রেলিয়াকে তারা পরাজিত করে ৩৬ রানের ব্যবধানে৷ ট্রেন্ট ব্রিজে কিউইদের মোকাবেলা করার পরই ম্যানচেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে মহারণে নামার কথা মেন ইন ব্লু’দের৷ সেক্ষেত্রে নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে পাকিস্তানের মোকাবিলা করার আগে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ হাতছাড়া হতে পারে বিরাট কোহলি এন্ড কোং-এর।

(ঢাকাটাইমস/১১ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :