খন্দকার মোশাররফের হস্তক্ষেপে পিছু হটলেন ফরিদপুরের বাসমালিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০১৯, ১৯:৩০
ফাইল ছবি

ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ফরিদপুর বাস মালিক সমিতি। ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের হস্তক্ষেপে বাস মালিক সমিতি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাস মালিকদের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি খন্দকার মোশাররফ হোসেনের নজরে আনেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। বিষয়টি অবগত হওয়ার পর সাবেক মন্ত্রী বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাস মালিকরা ধর্মঘটে গেলে জনদুর্ভোগ তৈরি হবে। মানুষ বিপাকে পড়বে। গোটা দক্ষিণাঞ্চল স্থবির হয়ে পড়বে। এটি কখনোই হতে দেওয়া যাবে না। মানুষকে কোনোভাবেই জিম্মি করে এসব কর্মসূচি দেওয়া যাবে না। তিনি বাস মালিকদের ন্যায্য বিষয়গুলো দেখবেন বলে আশ্বাস দেন।

খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনা ও আশ্বাসের পর বাস মালিক সমিতি তাদের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে।

এর আগে গোল্ডেন লাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জমিমানা করায় ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেলা বাস মালিক সমিতি।

(ঢাকাটাইমস/১১জুন/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :