চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট ছাড়াতে সিএমসিআই’র আহ্বান

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০১৯, ২০:২৭

আমদানি পণ্যের কন্টেইনার জট দ্রুত ডেলিভারি এবং অফডকে রপ্তানিযোগ্য কন্টেইনার শিপমেন্ট স্বাভাবিক করার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে বিশেষভাবে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিআই) সভাপতি খলিলুর রহমান।

মঙ্গলবার সিএমসিআই সচিবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সিএমসিআই) সভাপতি বিজ্ঞপ্তিতে জানান, চট্টগ্রাম বন্দরে ধারণ ক্ষমতার বাইরে প্রায় চার হাজার কন্টেইনার জমে গেছে। এমন একটি সমস্যা পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও উৎকন্ঠা বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে আমদানি পণ্যের চালান সময়মতো ডেলিভারি না হলে বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। একইসঙ্গে পণ্যের মূল্য বৃদ্ধি, দেশীয় শিল্প উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হলে রপ্তানির ক্ষেত্রেও এর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে বলেও মনে করেন তিনি।

তিনি জানান, বিশেষ করে পোশাক শিল্পের শিপমেন্ট বিঘ্নিত হলে বিদেশি ক্রেতারা অর্ডার বাতিলও করতে পারে। ফলে রপ্তানিকারক পোশাক শিল্পের মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা