১৯ জেলায় নতুন ডিসি

প্রকাশ | ১১ জুন ২০১৯, ২০:৫১ | আপডেট: ১১ জুন ২০১৯, ২৩:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

নতুন জেলা প্রশাসকরা হলেন- এস. এম. তরিকুল ইসলাম (গাজীপুর), অতুল সরকার (ফরিদপুর), কবির মাহমুদ (পাবনা), বেগম শাহিদা সুলতানা (গোপালগঞ্জ), মো. মিজানুর রহমান (ময়মনসিংহ), মো. জসিম উদ্দিন (নারায়ণগঞ্জ), মো. মনিরুজ্জামান তালকদার (মুন্সীগঞ্জ), মো. হামিদুল হক (রাজশাহী), মো. মামুনুর রশিদ (বাগেরহাট), মো. শফিউল আরিফ (যশোর), বেগম নাজিয়া শিরিন (মৌলভীবাজার), ড. ফারুক আহমেদ (সিরাজগঞ্জ), দিলসাদ বেগম (রাজবাড়ী), মো. জোহর আল (ঝালকাঠি), মো. হারুন-অর-রশিদ (নওগাঁ), মো. আবু জাফর (লালমনিরহাট), মো. হাফিজুর রহমান (নীলফামারী), মো. আসিফ আহসান (রংপুর) ও বরগুনায় মোস্তাইন বিল্লাহ।

নিয়োগ আদেশটি দেখতে ক্লিক করুন

(ঢাকাটাইমস/১১জুন/বিইউ/ইএস)