মাম পানিতে ময়লা, ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০১৯, ২১:২৭

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ধরা পড়েছে মাম পানির বোতলে ময়লা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়।

হাজীগঞ্জ বাজারের ভোক্তা গাজী নাছির উদ্দিন বলেন, ‘দুই লিটার মাম পানির বোতল ক্রয় করে দেখেন এতে নারিকেলের পচা ফুলসহ অনেক ময়লা রয়েছে। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।’

অভিযোগের ভিত্তিতে মাম পানির ডিলার ও বিক্রয় প্রতিনিধিকে ডেকে দেখালে তারা অভিযোগের বিষয়টি স্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, ‘ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।’

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :