বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে বাংলাদেশ

প্রকাশ | ১১ জুন ২০১৯, ২১:৩০ | আপডেট: ১১ জুন ২০১৯, ২১:৩২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

কাতার বিশ্বকাপ ২০২২ এর প্রাক-বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে মঙ্গলবার লাওসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এর আগে গত ৬ জুন লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে প্রথম লেগের ম্যাচে লাওসকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দুই লেগ মিলিয়ে ১-০ গোলে এগিয়ে থেকে বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে উঠে গেল লাল-সবুজের জার্সিধারীরা।

প্রথম লেগের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নেমে গোল করে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন রবিউল হাসান। ওই গোলের সুবাদেই পরবর্তী পর্বে কোয়ালিফাই করল বাংলাদেশ।

সেদিন আরামবাগ ক্রীড়া সংঘের ফরোয়ার্ডকে লক্ষ্য করে লং পাস দিয়েছিলেন অধিনায়ক জামাল ভূইয়া। বলটি পেয়ে প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সের কিনারা থেকে দ্রুতগতির শটে বল জালে পাঠিয়ে দেন রবিউল। ম্যাচের ৭১তম মিনিটে হওয়া এই গোলের সুবাদেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। গত মার্চে নমপেনে আন্তর্জাতিক ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচেও একমাত্র গোলটি করেছিলেন রবিউল।

(ঢাকাটাইমস/১১ জুন/এসইউএল)