চলন্ত ট্রেন পড়ে দুই পা হারানো শঙ্কা নাছিরের

প্রকাশ | ১১ জুন ২০১৯, ২১:৩৩

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুর-লাকসাম রেললাইনের পাশে হাজারো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। রেললাইন ঘেঁষে গাড়ি রেখে খামারের মুরগি উঠানোর সময় চাঁদপুরগামী চলন্ত ডেমু ট্রেনের দরজার পাশে থাকা যাত্রী নাছির গাজীর শরীরে আঘাত লেগে ছিটকে নিচে পড়ে গিয়ে দুই পা হারান তিনি।

মঙ্গলবার বিকালে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু রোডস্থ দর্জি ঘাট এলাকায় গাজী বয়লার হাউজ দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত নাছিরকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

তিনি জানান, আহত নাছিরের দুটি পায়ের অবস্থা গুরুতর উন্নত চিকিৎসা না করা হলে নাছিরের পা দুটি কেটে ফেলতে হতে পারে।

গুরুতর আহত নাসির বড় স্টেশন মাছ ঘাটের একজন মৎস্য শ্রমিক। ঘটনার পরেই রেললাইনের পাড়ে থাকা গাজী বয়লার হাউজের মালিক এইচ এম হারুনুর রশিদ সোহেল দোকান বন্ধ করে তার গাড়িটি নিয়ে পালিয়ে যান।

আহত নাসির গাজী জানান, রেললাইনের পাড়ে মুরগির গাড়ি রাখায় ট্রেনের সাথে আঘাত লাগে। এ সময় দরজার পাশে থাকায় গাড়ি সাথে আঘাত লেগে নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি সারোয়ার আলম জানান, ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। আহত ব্যক্তি মামলা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তা নাহলে অবৈধ মুরগি খামারের মালিকের বিরুদ্ধে রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)