মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রকাশ | ১১ জুন ২০১৯, ২১:৫৭

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের ভূঞাপুরে নাজমুল হাসান নবীন নামে মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে পুলিশে সোপর্দ করেছেন তার বাবা।

পরে সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নবীনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

কারাদণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান উপজেলার পৌর এলাকার শিয়ালকোল গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাজেদুল ইসলাম তালুকদারের ছেলে।

নাজমুলের বাবা সাজেদুল ইসলাম জানান, তার ছেলে নবীন দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন সময়ে নেশার সাথে জড়িত রয়েছে। নেশার টাকার জন্য বিভিন্ন সময়ে অত্যাচার, নির্যাতন ও অশালীন আচরণ করে আসছে।

তিনি আরো জানান, নবীন একাধিবার জেলও খেটেছে। তবু কোনো পরিবর্তন না হয়ে আরও বেপরোয়া হয়ে গেছে। নেশার টাকার জন্য সে আমাদের মারধর করাসহ ঘরের বিভিন্ন আসবাপত্র ভাঙচুর করে অশান্তি সৃষ্টি করেছে। তাই আইনের আশ্রয় নেয়া ছাড়া কোনো উপায় ছিল না।

ভূঞাপুর থানা উপ-পরিদর্শক টিটু চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে নবীনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)