আপডেট পাচ্ছে গ্যালাক্সি জে সেভেন নেক্সট-জে সেভেন প্রো

প্রকাশ | ১২ জুন ২০১৯, ১১:৪৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

সফটওয়্যার আপডেট পাচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি জে সেভেন নেক্সট এবং জে সেভেন প্রো ফোনে। আপডেটে ফোন দুইটি অ্যানড্রয়েড ৯ অরিও থেকে অ্যানড্রয়েড ৯ পাই-এ রূপান্তরিত হচ্ছে। নতুন অ্যানড্রয়েড ভার্সানের সঙ্গে সঙ্গে ফোন দুইটি স্যামসাংয়ের  ওয়ান ইউআই-ও আপডেট হচ্ছে। ইতিমধ্যে থাইল্যান্ডে স্যামসাং গ্যালাক্সি জে সেভেন নেক্সট ফোনে এই আপডেট পৌঁছাতে শুরু করেছে। অন্যদিকে আলজেরিয়া, মেক্সিকো, স্পেন, ও রাশিয়ার গ্যালাক্সি জে সেভেন প্রো গ্রাহকরা নতুন আপডেট পেতে শুরু করেছেন। 

২০১৭ সালের জুলাই মাসে বাজারে আসছে  গ্যালাক্সি জে সেভেন নেক্সট এবং গ্যালাক্সি জে সেভেন প্রো। লঞ্চের সময় এই দুই ফোনে অ্যানড্রয়েড ৭ নুগাট অপারেটিং সিস্টেম ছিল। এরপর গতবছর এক আপডেটে ফোন দুইটি অ্যানড্রয়েড ৮ অরিওতে রূপান্তরিত হয়।

আপাতত শুধুমাত্র নির্বাচিত কিছু দেশের গ্রাহকরা নতুন আপডেট পেয়েছেন। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের গ্রাহকরাও অচিরেই নতুন আপডেট পাবেন। 

নিজের ফোনে Settings > Software updates থেকে এই আপডেট দেখে নিতে পারবেন।

(ঢাকাটাইমস/১২জুন/এজেড)