ভারতে পাচারকালে দুই লাখ শিং মাছের পোনা জব্দ

প্রকাশ | ১২ জুন ২০১৯, ১৫:৩৩

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের বিরামপুর সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই লাখ শিং মাছের পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা-হাকিমপুর সড়কের কাটলা সেতুর উপর থেকে পোনাগুলো জব্দ করা হয়।

কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদে মঙ্গলবার রাত আড়াইটায় সীমান্তের কাটলা-হাকিমপুর সড়কের কাটলা সেতুর উপর অভিযান চালানো হয়। এসময় ওই স্থানে একটি পিকআপ ভ্যান থেকে ১৮টি প্লাস্টিকের ড্রামে রাখা দুই লাখ শিং মাছের পোনা জব্দ করা হয়।

এ ব্যাপারে ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল আবেদ শিং মাছের পোনা জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১২জুন/এলএ)