সিলেটে ছয় কোটি টাকার মাদক ধ্বংস

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০১৯, ১৬:৩২

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গত আড়াই বছরে উদ্ধারকৃত প্রায় ছয় কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকাল ৯টায় সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদরদপ্তরে এই মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয় বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল।

ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে, ৩৬ হাজার বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ, এক হাজার ৬০০ লিটার বাংলা মদ, দুই হাজার ৩০০ বোতল ফেনসিডিল, এক হাজার ৮১২ বোতল বিয়ার, ২৫৭ পিস ইয়াবা, পাঁচ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি এবং ১০ কেজি গাঁজা।

বিজিবি কর্মকর্তা আহমেদ ইউসুফ জামিল জানান, ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক দাম পাঁচ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা জামিল।

(ঢাকাটাইমস/১২জুন/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :