ইউজিসির সদস্য হলেন তিন অধ্যাপক

প্রকাশ | ১২ জুন ২০১৯, ১৮:০৪ | আপডেট: ১২ জুন ২০১৯, ১৮:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে তিন অধ্যাপককে নিয়োগ দেয়া হয়েছে। সদস্য পদগুলো শূন্য হওয়ায় তাদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাষ্ট্রপতির আশেদক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ পাওয়া নতুন তিন সদস্য হলেন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ এবং বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।

এই তিনজনের মধ্যে অধ্যাপক ড. দিল আফরোজা বেগম দ্বিতীয়বারের মতো ইউজিসির সদস্য হলেন। সর্বশেষ গত ২৭ মে পর্যন্ত প্রথম মেয়াদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ইউজিসি সূত্রে জানা গেছে, বুধবার অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ এবং অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ইউজিসিতে যোগদান করেছেন। আর বৃহস্পতিবার অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের যোগদান করবেন।

(ঢাকাটাইমস/১২জুন/বিইউ/ইএস)