চরভদ্রাসনে দুই ট্রলারের সংঘর্ষে নিহত এক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০১৯, ২৩:৫৮

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মাছ ধরা ও যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আনসার পত্তনদার (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শেখ আক্তার (১৮) নামে এক ব্যক্তি আহত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীর চরকল্যানপুর বাক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চরভদ্রাসন থানা পরিদর্শক(তদন্ত) মো. শফিকুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, চরহাজিগঞ্জ বাজার মুখি যাত্রীবাহী একটি ট্রলারের সাথে দ্রতগতিতে চলা অপর একটি মাছ ধরা ট্রলার সজোরে আঘাতের ঘটনা ঘটে। এতে মাছ ধরা ট্রলারের সুচালো মাথা আনসারের পেট ভেদ করে অপর পাশ দিয়ে বেড়িয়ে যায়।

পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত শেখ আক্তার ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জমশের পত্তনদারের ছেলে আনসার হরিরামপুর ইউনিয়নের আমীনখার ডাঙ্গী (নমুরছাম) নামক গ্রামরে বাসিন্দা ছিলেন।

ঢাকাটাইমস/১২জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :