পম্পেওর মুখে মোদির দলের স্লোগান

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ১২:০২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারত সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ভারত সফরের আগে তার মুখে শোনা গেল বিজেপির জনপ্রিয় স্লোগান, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’।

বুধবার ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বিশেষ সম্মেলনে গিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ক্যাম্পে‌ইনে বলেছেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায় অর্থাৎ মোদির পক্ষে সবই সম্ভব। তাই ভারত ও আমেরিকার মধ্যে কী কী সম্ভাবনা আছে, সেটাই আমাদের নজরে থাকবে।’

ভারত ও আমেরিকার সম্পর্ক যাতে ত্বরান্বিত হয়, তার জন্য বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে মাইক পম্পেও। একইসঙ্গে ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করার জন্যও তিনি বিশেষ উৎসাহী বলে জানিয়েছেন।

তিনি বলেন, দুই দেশের মানুষের ভালোর জন্য একাধিক ক্ষেত্রে দুই দেশ যৌথ উদ্যোগ নেবে। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা, জাপান ও দক্ষিণ কোরিয়াতেও সফর করবেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী এই কর্মকর্তা।

ঢাকা টাইমস/১৩জুন/একে