হুইল চেয়ারে সংসদে ঢুকলেন মুহিত

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ১৬:৫৩ | আপডেট: ১৩ জুন ২০১৯, ১৭:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হুইল চেয়ারে করে সংসদের বাজেট অধিবেশনে যোগ দিলেন রেকর্ড ১২ বারের বাজেট পেশকারী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি হুইল চেয়ারে করে সংসদে প্রবেশ করেন। 

দুপুর দেড়টার দিক থেকে মূলত সংসদ সদস্যদের সংসদে ঢুকতে দেখা যায়। এছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা সংসদে আসতে থাকেন। 

বেশিরভাগ এমপি ও অতিথিদের প্রবেশ শেষের দিকে তখন দেখা যায় সাদা রংয়ের একটি গাড়িতে করে সংসদের ভেতরে ঢোকার গেটের সামনে এসে থামে।

পরে দেখা যায় ধীরে ধীরে গাড়ি থেকে নামছেন সাবেক অর্থমন্ত্রী আবু্ল মাল আব্দুল মুহিত।

কিন্তু বার্ধক্যজনিত কারণে একা হাঁটতে পারছিলেন না তিনি। সঙ্গে গাড়িতে আসা একজন এসে তাকে ধরে হাঁটতে সাহায্য করেন। পরে একটু সামনে যেতে যেতে পেছনে তাকাচ্ছিলেন মুহিত। 



পরক্ষণেই দেখা গেলো একজন হুইল চেয়ার নিয়ে এগিয়ে গেলেন। পরে দুজন মিলে তাকে হুইল চেয়ারে বসিয়ে দেন। 

এদের একজন সংসদের ঘোষক মো. আইজ উদ্দিন। ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘আহারে প্রতিবছর এই মানুষটি বাজেট দিত। আজকে তার কত ব্যস্ততা থাকত। এবার তিনি একা আসলেন।’

পরে একজন সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে সংসদের ভেতরে চলে যান। সাবেক অর্থমন্ত্রী যখন হুইল চেয়ারে করে ঢুকছিলেন তখন ঠিক তার মাথার উপর টেলিভিশনের স্ক্রিনে বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০অর্থবছরের বাজেট পেশ করছিলেন।

(ঢাকাটাইমস/১২জুন/বিইউ/ইএস)