পাকিস্তানের বিপক্ষে ভারতই ফেভারিট!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০১৯, ১৭:৩৩

হার্দিক পান্ডিয়া এখন ব্যাটসম্যান অলরাউন্ডার। পুরোপুরি অলরাউন্ডার হওয়ার জন্য তাকে বোলিংয়ে জোর দিতে হবে। মনে করছেন কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতকে কাপ জেতানো ক্যাপ্টেনের সঙ্গে তুলনা চলছে হার্দিকের। সেবার ইংল্যান্ডে দেশকে কাপ জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কপিল। হার্দিককেও কি এই বিশ্বকাপে একই ভূমিকায় দেখা যাবে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস খেলেছিলেন চার নম্বরে নেমে। যার পর কপিলের সঙ্গে তুলনা চলছে হার্দিকের। বুধবার ‘আপনে ইলেভেন’ নামে একটি স্পোর্টস গেমসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন কপিল।

সাবেক ভারতীয় ক্যাপ্টেন কিন্তু এখনই তার সঙ্গে হার্দিকের তুলনায় যেতে নারাজ। কপিলের কথায়, ‘ওকে এখনই তুলনায় নিয়ে যাবেন না। খেলতে দিন। ও প্রতিভাবান। আমি চাই ও আমার থেকেও ভালো প্লেয়ার হোক। ওকে ব্যাটিং-বোলিং দুটোতেই উন্নতি করতে হবে। যে কারণে বোলার হিসেবে আরও ভালো করতে হবে।’

এরই মধ্যে আবার কপিল এও মনে করছেন, শিখর ধাওয়ানের চোটের জন্য যদি কাউকে টিমে নিতে হয়, তা হলে সেটা হওয়া উচিত অজিঙ্ক রাহানে। কপিল বলেছেন, ‘শিখরের জন্য অত্যন্ত খারাপ লাগছে। একটাই জিনিস চাইব, যেই ওর জায়গায় টিমে আসুক, সেরাটা দিক।’ একই সঙ্গে তিনি জুড়েছেন, ‘ঋষভ পন্থ কিংবা অম্বাতি রায়াডুর আগে রাহানের টিমে আসা উচিত। ওর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। ও ওপেনও করতে পারে, মিডল অর্ডারেও খেলতে পারে।’

কপিল যাই বলুন না কেন, রাহানের কথা ভাবছে না বোর্ড। পরিবর্ত হিসেবে পন্থই প্রথম পছন্দ। এরই মধ্যে আবার কপিল সাফ বলে দিচ্ছেন, রবিবারের পাকিস্তান ম্যাচে ভারতই জিতবে। কপিল বলেছেন, ‘যখন আমি ক্রিকেট খেলতাম, পাকিস্তান আমাদের থেকে ভালো টিম ছিল। ফেভারিট ধরা হত ওদের। কিন্তু এখন ভারত অনেক ভালো টিম। ভারতকেই ফেভারিট ধরব রবিবারের ম্যাচের জন্য।’

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো যুবরাজ সিংয়ের জন্যও খারাপ লাগছে প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেনের। কপিল বলেছেন, ‘যুবরাজ আমার সর্বকালের সেরা ভারতীয় টিমে থাকবে। ওর মতো প্লেয়ারের জন্য বিদায়ী ম্যাচ হওয়া উচিত ছিল। যে ম্যাচটা খেলার পর ও বলত, ক্রিকেটকে বিদায় জানালাম।’

মজার কথা হল, ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় টিমের অন্যতম সফল ক্রিকেটার যুবিকে বিদায়ী ম্যাচ দেওয়ার ব্যাপারে বিসিসিআই কোনও আগ্রহই দেখায়নি। যা নিয়ে যুবির নিজেরও আক্ষেপ রয়েছে।

(ঢাকাটাইমস/১৩ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

এই বিভাগের সব খবর

শিরোনাম :