বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ সানিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০১৯, ১৭:৪২

বিশ্বকাপ ক্রিকেটে আগামী রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ম্যানচেস্টারে ম্যাচের আগে মাঠের বাইরে লড়াইয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে। দুই দেশের সমর্থকদের পাশাপাশি আসরে নেমেছে টেলিভিশন চ্যানেলগুলোও। ভারত ও পাকিস্তান দুই দেশেই শুরু হয়ে গিয়েছে বিজ্ঞাপন। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।

পাকিস্তানে একটি টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপনে এক ব্যক্তিকে ভারতীয় বিমানবাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান সাজিয়ে বলানো হয়েছে, ‘আমি দুঃখিত। এই ব্যাপারে আমি কিছুই বলতে পারব না।’

গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান সেনার হাতে বন্দি হওয়ার পরে এভাবেই কথা বলেছিলেন অভিনন্দন। বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ফাদার্স ডে-তে। ভারতীয় টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপনে ভারতকে বাবা, পাকিস্তানকে ছেলে দেখানো হচ্ছে।

দুই দেশের এই বিজ্ঞাপন যুদ্ধের তীব্র সমালোচনা করে সানিয়া টুইট করেছেন, ‘ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে এমনিতেই আগ্রহ তুঙ্গে। এই ম্যাচের উন্মাদনা বাড়ানোর জন্য এই ধরনের কুরুচিকর বিজ্ঞাপনের কোনও প্রয়োজন নেই। অথচ সীমান্তের দু’প্রান্তেই তা শুরু হয়েছে।’

সানিয়া যোগ করেছেন, ‘এটা শুধু একটি ক্রিকেট ম্যাচ। তবে কেউ যদি মনে করে, এই ম্যাচটি ক্রিকেটের চেয়েও বেশি কিছু, তাদের জীবনকে নতুনভাবে দেখা উচিত।’

পাকিস্তান ক্রিকেট দলের তারকা শোয়েব মালিকের স্ত্রী সানিয়ার টুইটকে অনেকে যেমন সমর্থন করেছেন, তেমন বিদ্রুপও করেছেন। তাতে অবশ্য নিজের অবস্থান পরিবর্তন করেননি ভারতীয় টেনিস-সুন্দরী। সানিয়ার প্রতিবাদের জেরে ভারত বনাম পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে তৈরি হওয়া বিজ্ঞাপন দেখানো বন্ধ হবে কি না, তা সময়ই বলবে। বিশ্বকাপে প্রথম দু’টো ম্যাচ জিতে বিরাট কোহালির ভারত দুরন্ত ছন্দে থাকলেও খুব একটা স্বস্তিতে নেই পাকিস্তান। বুধবারই সরফরাজ আহমেদদের ৪১ রানে চূর্ণ করেছে অস্ট্রেলিয়া। ১১১ বলে ১০৭ রান করেন ডেভিড ওয়ার্নার। ৮৪ বলে ৮২ রান করেন অ্যারোন ফিঞ্চ।

(ঢাকাটাইমস/১৩ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :