আলফাডাঙ্গায় ইউএনও'র হস্তক্ষেপে বাড়তি ভাড়া ফেরত পেল যাত্রীরা

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ১৮:৩২

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত পেয়েছেন ঢাকাগামী যাত্রীরা।

বৃহস্পতিবার দুপুরে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আলফা ডাঙ্গা পরিবহন কাউন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এ সময় যাত্রীদের টিকিট যাচাই করে বাসের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার সত্যতা পান তিনি। পরে তিনি বাস কাউন্টারে কর্মরতদের বাধ্য করেন যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দিতে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া না নেয়ার নির্দেশ দেন।

এছাড়াও আলফাডাঙ্গা চৌরাস্তায় লাইসেন্স, হেলমেট না থাকায় আটজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা ও কয়েকজনকে নগদ ২৭০০টাকা জরিমানা করেন তিনি।

জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে পরিবহন কাউন্টারে অভিযান পরিচালানা করি। অভিযোগের সত্যতা পাওয়ায় বাড়তি টাকা যাত্রীদের কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করি।


ঢাকাটাইমস/১৩জুন/ইএস