খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০১৯, ২০:৩০

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সাবেক বিচারপতি মানিক কর্তৃক জিয়াউর রহমানকে নিয়া কটুক্তির প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ মিছিল করবে যুবদল।

সংগঠনটির সকল ইউনিটে শনিবার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

যুবদলের কেন্দ্রীয় সাবেক নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন ঢাকাটাইমসকে একথা বলেন।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বেশ কিছু কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলা বলতে পারতেন না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে একটি সেক্টরের কমান্ডার হিসেবে যুদ্ধ করলেও শামসুদ্দিন মানিকের মতে, জিয়া মুক্তিযুদ্ধে পাকিস্তানের ‘চর’ হয়ে অংশ নেন।

জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘খুনের মূল পরিকল্পনাকারী’ উল্লেখ করে শামসুদ্দিন মানিক বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসিকিউটর ছিলাম আমি। মামলা থেকে এটা পরিষ্কার যে, বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী জিয়া। তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানের চর হিসেবে যোগ দেন। পাকিস্তানের একটি জাহাজ খালাস করতে গিয়ে মুক্তিবাহিনীর নজরে পড়ে যান। তখন জীবন বাঁচাতে মুক্তিযোদ্ধা সাজেন।

(ঢাকাটাইমস/১৩জুন/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :