ফরিদপুরে বিদেশি সিগারেট রাখায় জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০১৯, ২১:৩৪

ফরিদপুরে অনুমোদনহীন বিদেশি সিগারেট রাখায় দায়ে লাবলু শেখ (৪৪) নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে শহরের তিতুমীর মার্কেটে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম ও ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) বায়েজুদুর রহমান।

দণ্ডপ্রাপ্ত লাবলু শেখ ফরিদপুর শহরের এক নম্বর হাবেলী গোপালপুর এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ওই দোকালে ৫০০ প্যাকেট অনুমোদনহীন বিদেশি সিগারেট পাওয়া যায়।

পরে সিগারেট জব্দ করা হয় এবং জেলা প্রশাসকের কার্যারয়ের সামনে এনে পুড়িয়ে ফেরা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এনডিসি বায়েজুদুর রহমান বলেন, ২০০৫ সালের ধূমপান ও তামাকজাজ নিয়ন্ত্রণ আইনের ১০ (৩) ধারায় দোষী সাব্যস্ত করে ব্যবসায়ী লাবলু শেখকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকাটাইমস/১৩জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :