নারীসহ কবি রবীন্দ্র গোপ আটক

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ২৩:৩৮ | আপডেট: ১৩ জুন ২০১৯, ২৩:৪৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (জাদুঘর) সদ্য সাবেক পরিচালক রবীন্দ্র গোপকে অসামাজিক কার্যপলাপের অভিযোগে এক নারীসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাদুঘরের ভিতরে ডাক বাংলো থেকে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারীসহ রবীন্দ্র গোপকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবীন্দ্র গোপের বিরুদ্ধে এর আগেও অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল বলে স্থানীয়রা জানান। তিনি তার অফিসের পেছনেই একটি বেডরুম তৈরি করে সেখানে অসামাজিক কার্যকলাপ করতেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাপ্তাহিক ছুটি ছিল। বেলা ১২টার দিকে প্রায় ২৫বছর বয়সী এক নারী সন্দেহজনকভাবে ডাক বাংলোর কক্ষে প্রবেশ করে। সেখানে আগে থেকেই রবীন্দ্র গোপ অবস্থান করেছিল। ভিতরে প্রবেশের পরেই তারা দরজা বন্ধ করে দেয়। তাদের অন্তরঙ্গ মুহূর্তের সময়ে বাহিরে লোকজনের অবস্থান টের পেয়ে সাবেক পরিচালক রবীন্দ্র গোপের সহযোগিতায় নারী কৌশলে পকেট গেইট দিয়ে দৌড়ে পালাতে গিয়ে প্রত্যক্ষদর্শীদের হাতে ধরা পড়েন। পরে পুলিশে খবর দিলে সোনারগাঁ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রবীন্দ্র গোপ ও  সোনিয়া আক্তার মীম নামে নারীকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে জাদুঘরের এক কর্মকর্তা জানান, গত বুধবার রাতে রবীন্দ্র গোপের বড় ছেলের শ্বশুর মারা যান। সংবাদ পেয়ে তার দুই ছেলে ও নাতিরা সেখানে চলে যায়। এ সুযোগে রবীন্দ্র গোপ সকালে একটি মেয়েকে ডেকে নিয়ে যায় জাদুঘরের ডাক বাংলোতে। বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়ে। দীর্ঘ সময় মেয়েটি ডাকবাংলো থেকে বের না হওয়ায় তারা সেখানে গিয়ে অসামাজিক কার্যকালাপের সময় হাতে নাতে রবীন্দ্র গোপকে আটক করে পুলিশে দেয়।

অভিযুক্ত কবি রবীন্দ্র গোপ বলেন, মেয়েটি আমার পূর্ব পরিচিত। সে ডাক বাংলোতে আমার ছেলের গর্ভবতী স্ত্রীকে দেখতে এসেছিলেন। আমার ছেলের স্ত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে তাই দেখা হয়নি। ঘটনা এর বেশী কিছু নয়। মেয়েটিকে জড়িয়ে যা করা হয়েছে তা আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র।

এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, স্থানীয়রা এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কবি রবীন্দ্র গোপকে আটক করা হয়। তবে তারা এখনও অসামাজিক কার্যকলাপের কথা স্বীকার করেননি। সে রকম কোন আলামতও ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি। মেয়েটিও কোন অভিযোগ করছেন না। এখন পর্যন্ত তাদেরকে থানায় আটক রাখা হয়েছে।

ঢাকাটাইমস/১৩জুন/ইএস