বগুড়ায় গুলিবিদ্ধ অবস্থায় ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুন ২০১৯, ১৫:২৩

একাধিক মামলার আসামি বগুড়া শহরের ‘সন্ত্রাসী’ আব্দুল্লাহ আল জোনায়েদ ওরফে বিক্লাশ রনিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে তাকে শহরের পালশা আদর্শ কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিক্লাশ রনি বগুড়া শহরের হাকির মোড় এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী ঢাকাটাইমসকে জানান, সন্ত্রাসীদের একটি দল পালশা আদর্শ কলেজ এলাকায় ডাকাতি অথবা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশ সেখানে পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেখানে পায়ে গুলিবিদ্ধ রনিকে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। রনির নামে বগুড়া সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :