দেশের অগ্রযাত্রায় বৌদ্ধ সম্প্রদায়কে আত্মনিয়োগের আহ্বান চসিক মেয়রের

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুন ২০১৯, ২১:৪৭

মহামতি গৌতম বুদ্ধের মহান আদর্শকে ধারণ করে দেশের অগ্রযাত্রায় বৌদ্ধ সম্প্রদায়কে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন।

নগরী রীমা কনভেশন হলে চসিক বুদ্ধ পর্ণিমা উদযাপন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গত বৃহস্পতিবার বিকালে তিনি এ কথা বলেন।

সিটি মেয়র বলেন, ‘মহামতি গৌতম বুদ্ধ ছিলেন জীবের মঙ্গল কামনার পাশাপাশি পৃথিবীকে সুখী ও শান্তিপূর্ণ করে তোলা। তাই জীবের সকল প্রকার দুঃখ থেকে পরিত্রাণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন মহামতি গৌতম বুদ্ধ।’

চসিক বৌদ্ধ পেশাজীবী পরিষদের সভাপতি নির্বাহী প্রকৌশলী অসীম বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-যুব’র সাধারণ সম্পাদক ড. সুব্রত বরণ বড়–য়া, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, চসিক বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রীতি বড়–য়া, রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়–য়া এবং ভদন্ত বোধিমিত্র মহাথের, সদ্ধর্মকোবিদ এস. লোকজিৎথেরো বিশেষ অতিথির বক্তব্য দেন।

এছাড়া অনুষ্ঠানে ড. প্রণব কুমার বড়–য়া, দীপন কান্তি চৌধুরী, প্রফেসর দীপক বড়–য়া উপস্থিত ছিলেন।

সভায় উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চসিক নির্বাহী প্রকৌশলী জয়সেন বড়–য়া শুভেচ্ছা বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা