প্রস্তাবিত বাজেট পুরোপুরি প্রত্যাখ্যান ড. কামালের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুন ২০১৯, ১৬:৪৩ | প্রকাশিত : ১৫ জুন ২০১৯, ১৬:২৫

প্রস্তাবিত বাজেট জনগণের নয় দাবি করে একে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। দলটির দাবি, কয়েকটি শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠীর জন্য ২০১৯-২০ অর্থবছরের এই বাজেট দেওয়া হয়েছে। যারা বাজেটটি প্রণয়ন করেছে তাদের দেশের ভবিষ্যত নিয়ে চিন্তা নেই। তাই বাজেট পাস হলে কি করণীয় হবে তা দল এবং ঐক্যফ্রন্টের শরিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাজেট প্রত্যাখ্যান করার কথা বলেন ড. কামাল হোসেন।

তিনি বলেন, বর্তমান বাজেটকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। আমরা অন্যদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করবো, আগামীতে কী ধরণের পদক্ষেপ নেওয়া যায়। সেটা পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

গণফোরামের মত ঐক্যফ্রন্টও বাজেট প্রত্যাখান করেছে বলে দাবি করেন কামাল হোসেন।

এরআগে গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া দলের পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়ার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

কামাল হোসেন বলেন, ‘বাজেটের মধ্যে কী ভালো-মন্দ আছে তা জনগণকে জানানো খুবই দরকার। দেশের জনগণ হলো ক্ষমতার মালিক। বাজেট দিয়ে জনগণ সরকারের কাজকর্মকে মূল্যায়ন করতে পারে। তারা অর্থনীতিকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে কিনা, জনগণের স্বার্থকে বিবেচনা করা হয়েছে কিনা, অথবা উপেক্ষা করা হয়েছে কিনা তা জানতে পারে। রেজা কিবরিয়ার আমাদের বাজেট পর্যালোচনায় সেটি গভীরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘সংসদে তিনশ জনের মধ্যে যদি বিরোধী দলের দুই জন মেম্বার গণতন্ত্রের প্রতিনিধিত্ব করতে পারেন বলে মনে করেন, তাহলে আপনারা তা করতে পারেন।’

অপর এক প্রশ্নের জবাবে এই প্রবীণ আইনজীবী বলেন, ‘আমরা চাই, জনগণ সরকারের দুর্নীতির ব্যাপারে সক্রিয়ভাবে সোচ্চার হবে এবং সরকার পরিবর্তনের জন্য গণতান্ত্রিক উপায়ে যা কিছু করার আছে সবকিছু করবে।’

গণফোরাম সম্পাদক ড. রেজা কিবরিয়ার কাছে জানতে চাওয়া হয়, যে শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠীর কথা বলা হচ্ছে- তারা কারা? জবাবে তিনি বলেন, পাকিস্তান আমলে বলা হতো ২২টি পরিবার। এখন কতগুলো পরিবার আছে জানি না। কিন্তু আমরা যদি ঋণ খেলাপিদের হিসাব দেখি, বিদ্যুৎ সেক্টরের কোনও হিসাবে বোঝা যাবে। সরকার থেকে এইগুলোর কৈফিয়ত একদিন জনগণকে দিতে হবে। সুতরাং সেইগুলো থেকে তাদের নাম আপনারা বের করতে পারেন। অনেকগুলো পরিবার এখানে জড়িত থাকতে পারে।

তিনি আরও বলেন, ‘বাজেটে অনুৎপাদনশীল খাতে ব্যয় কমাতে হবে। ক্ষমতাধর গোষ্ঠীসমূহকে অসন্তুষ্ট করা হলেও কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে দেশকে যারা লুটেপুটে খাচ্ছে এবং অবৈধভাবে অর্থ বিদেশে পাচার করছে বাজেটটিতে তাদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে।’ বর্তমানে দেশে ১ কোটি ৮০ লাখ কৃষক সংকট মোকাবেলা করছে বলে দাবি করে রেজা কিবরিয়া বলেন, ‘তার মূল কারণ সরকারের অব্যবস্থাপনা ও অদক্ষতা। বাজেটে তার সমাধানে কোনও প্রস্তাবনা নেই।’

রেজা কিবরিয়া বলেন, এই বাজেট দুটি বিবেচনায় হতাশাজনক। (১) এটি রাজস্ব ও ঋণের সঠিক প্রাক্কলন প্রদানে এবং সাম্প্রতিক বছরগুলোয় বাজেট ঘাটতি বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে। (২) এ বাজেট বিগত বছরগুলোর হঠকারী বাজেট ও সামষ্টিক অর্থনৈতিক নীতির ফলে আর্থিক খাতে ও সার্বিক অর্থনীতিতে সৃষ্ট আসন্ন সংকট উদ্ভূত ঝুঁকি সম্পর্কে অজ্ঞতা প্রদর্শন করা হয়েছে।

তিনি বলেন, সব সূত্র কী নির্দেশ করছে যে অর্থনীতিতে শিগগিরই নিকট অতীতের সামষ্টিক অর্থনৈতিক অব্যবস্থাপনা নেতিবাচক প্রভাব আসন্ন। এই বাজেটে অর্থনীতি এখন সত্যিকারের যে বিপদের সম্মুখীন সে সম্পর্কে অজ্ঞতা প্রকাশ পেয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫জুন/বিইউ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

খুলনায় গির্জায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপি নেতা বকুলের সহায়তা

শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচারে সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না: খেলাফত মজলিস

এই বিভাগের সব খবর

শিরোনাম :