আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ১৬:৪৮

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় উভয়পক্ষের পাঁচজন আহত ও চারটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী ও পুলিশ বলছে, ‘ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম ফারুক হোসেন ও সাবেক চেয়ারম্যান চাঁন মিয়ার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়।’

আহতরা হলেন- চাঁন মিয়া গ্রুপের রাজা মোল্যা, আকরাম মোল্যা, আসাদ মোল্যা। অপর দুইজনের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে গুরুতর আহত রাজা মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে চাঁন মিয়া মুঠোফোনে বলেন, ‘ফারুক চেয়ারম্যানের লোকজন কোন কারণ ছাড়াই আমার সমর্থকদের ওপর হামলা ও চারটি বাড়ি ভাঙচুর করেছে।’

চেয়ারম্যান ফারুক হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে মুঠোফোন বন্ধ পাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
ওসি একেএম শামীম হাসান জানান, সকালে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৫জুন/এলএ)