শিক্ষার্থীদের প্রকৃতি চিনতে হবে, এতে সুখ খুঁজতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০১৯, ১৮:২৩

শিক্ষার্থীদের প্রকৃতি চিনতে এবং এতে সুখ খুঁজে তা অনুভব করার তাগিদ দিয়েছেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডার) প্রতিষ্ঠাতা ও চেয়্যারমান অধ্যাপক মুজিব খান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অন্যথায় এক সময় সৃষ্টির স্বত্ত্বা হারিয়ে যাবে।

তিনি বলেন, ‘আজ পহেলা আষাঢ়, কিন্তু তা অনেকেরই জানা নেই। বাংলার মাসগুলোই আমরা মনে রাখতে পারি না, ঋতুগুলোও বলতে পারি না।’

‘শিক্ষার্থীরা প্রকৃতি না চিনলে, অনুভব না করলে সৃষ্টির স্বত্ত্বাই হারিয়ে যাবে এক সময়। আমরা ভোগ বিলাসের জন্য মারামারি কাটাকাটি করব কিন্তু আমাদের ছোট ছোট সুখগুলো আমরা হারিয়ে ফেলব। আমরা উপলদ্ধি উপভোগ করতে পারব না বর্ষা কি।’

শনিবার বিকালে ইউডা অডিটোরিয়ামে আয়োজিত আষাঢ়ের প্রথম দিনে বর্ষাবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনির আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কোডা, সোডা, ইউডার প্রতিষ্ঠাতা ও চেয়্যারমান অধ্যাপক মুজিব খান। গ্রীষ্মের তীব্র দাবদাহকে বিদায় জানাতে এবং বর্ষার প্রথম দিনটিকে বরণ করে দিতে অনুষ্ঠানে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের শিক্ষক, শিক্ষার্থীরা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বর্ষা আসে নানা বৈচিত্র্য নিয়ে। বর্ষার দিনে টিনের চালে ঝাপুর ঝুপুর, গাছের ডালে টাপুর টুপুর, পুকুর জলে রিনিঝিনি বৃষ্টির ছন্দে উদাস হয় মন। বৃষ্টি ঝরে হাটে-মাঠে-নদী ও পাহাড়ে। প্রাণ ফিরে পায় প্রকৃতি।’

‘আবার শহরে থাকা দিনমজুরদের কষ্টের সীমা থাকে না বৃষ্টিতে। কাজ-কর্ম বন্ধ হয়ে যায়। দুর্ভোগ বেড়ে যায় বস্তিতে থাকা মানুষদেরও। কর্মজীবীরা বৃষ্টি উপেক্ষা করে ছুটে যান কর্মস্থলে।’

শিক্ষকদের কাছে তিনি নিবেদন করেন, ‘শিক্ষক হিসেবে যতদিন দায়িত্ব পালন করবেন নিজে প্রতিপালনের বিষয়ে যত্ববান হবেন। স্রষ্টার সৃষ্টি বিষয়েও মনোনিবেশ করবেন তাহলেই আমাদের শিক্ষার্থীরা ভালো শিক্ষা পেতে পারে।’

এ দিনের শুরুতে পশলা বৃষ্টি ও সারাদিনের মেঘলা হাওয়া যোগ করে বাড়তি উন্মাদনা।

উদ্বোধনী বক্তব্য শেষে বর্ষাবরণ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংহীত পরিবেশন করা হয়। সংগীত বিভাগের শিক্ষক ড. শেখর মন্ডল, আফিনুর বেগম, ড. পরিতোষ, সুনিল সূত্রাধরসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বর্ষা বিষয়ক একক ও যৌথ সংগীত পরিবেশন করেন।

ঢাকাটাইমস/১৫জুন/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবির নতুন প্রক্টর হওয়ার দৌড়ে যারা এগিয়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হাবিপ্রবি ছাত্রলীগের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :