রাঘব বোয়ালদের তথ্য আছে: এসপি হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০১৯, ২১:৪৯

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘মাদকের বড় বড় রাঘব বোয়ালদের এখনো ধরতে পারিনি, তবে আমাদের কাছে তথ্য আছে, আমরা চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন- এক সময় এই নারায়ণগঞ্জে ভূমিদস্যূ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ মামলা বা অভিযোগ দেয়ার সাহসটুকু পেতেন না। আমি সাধারণ নাগরিকদের বিনীত অনুরোধ করছি, আপনারা ভয় থেকে বের হয়ে আসেন। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যূদের বিরুদ্ধে নিশ্চিন্তে নিরাপদে অভিযোগ দিতে পারেন, থানায় এসে মামলা দিতে পারেন। যদি প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পান, তাহলে আমাদের সিনিয়র অফিসারদের কাছে এসে জানান।’

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে এসব কথা বলেন পুলিশ সুপার।

তিনি বলেন, ‘আমরা চাই সুন্দর একটি নারায়ণগঞ্জ। আমরা চাই পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ। আমরা চাই সাধারণ মানুষের নারায়ণগঞ্জ। যে নারায়ণগঞ্জে সাধারণ মানুষ তার মনের কথাটি বলতে পারবে।’

এছাড়াও মতবিনিময় সভায় পুলিশ সুপার জানান, আগামী ২৪ জুন নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে সরাসরি পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যাপারে আমি অত্যন্ত কঠোর। কোন দালাল বা সিন্ডিকেট চক্র বা কোন পুলিশ সদস্য বা কোন ভায়া বা মিডিয়ার মাধ্যমে প্রতারিত না হবার জন্য সতর্ক করেন। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে।

পুলিশ সুপার আরো বলেন, ‘পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন করবেন না। পুলিশ কনস্টেবল পদে ভর্তি হতে কোন টাকা লাগবে না। কোনো আর্থিক লেনদেন বিষয়ে তথ্য থাকলে আমাকে অবহিত করবেন। আমি তাৎক্ষণিক তাদের গ্রেপ্তার করব।’

এর আগে দুপুরে নারায়ণগঞ্জ চাষাড়া থেকে বঙ্গবন্ধু সড়কের মন্ডলপাড়া এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে দখল করে ব্যবসা করা হকার ও ব্যবসায়ীদের মালামাল সরিয়ে দেন। প্রায় কয়েকশ পুলিশ সদস্য এই অভিযানে ছিলেন। শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় ইলেক্ট্রনিক দোকানদাররা ফুটপাত দখল করে ব্যবসা করলে সেখানে মালামাল সরিয়ে নিতে দশ মিনিট সময় দেন পুলিশ সুপার।

এসময় পুলিশ সুপারের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম সিদ্দিকী, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, জেলা পুলিশের ডিআইও-১ মমিনুল ইসলাম, ডিআইও-২ সাজ্জাদ রোমনসহ জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম ও প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য অভিযানে অংশগ্রহণ করেন। এই অভিযানে থাকায় পুলিশ সুপার সকল সাংবাদিককে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/১৫জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :