লেসথোতে কবিতা লেখা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ২২:৩৪

হাসান মাসুম, লেসথো

রাজধানী মাসেরুতে বাংলাদেশ পোয়েট্রি কর্নারের উদ্যোগে হয়ে গেল কবিতা লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১৫ জুন শনিবার এ পুরস্কার বিতরণ করা হয়।

এই প্রতিযোগিতা হয়েছিল মার্চে। যেখানে অংশ নিয়েছিল মাসেরু ও মাসেরুর বাইরের জেলা বুথাবুথি থেকে তিরিশজন কবি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেসথো স্টেট লাইব্রেরির পরিচালক লেথিবেলানে।

তিনি বলেন, লেসথোর লেখকদের জন্য সৃজনশীল লেখালেখি ও কবিতা লেখায় বাংলাদেশ পোয়েট্রি কর্নারের এই উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ বিগত আটশ বছর যাবত সাহিত্য ও সংস্কৃতি চর্চায় এগিয়ে রয়েছে। অতএব লেসথো ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লেসথোর কবি ও সাহিত্যিকদের লেখালেখিকে সমৃদ্ধ করবে।’

অনুষ্ঠানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, কবি শামসুর রাহমান এবং আল মাহমুদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন লেসথোর স্থানীয় কবিরা।

লেসথোর প্রায় কুড়িজন কবি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লেসথোর পাঁচজন কবিকে বাংলাদেশ পোয়েট্রি কর্নারের পক্ষ থেকে পুরস্কার দেয়া হয়। 

এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তির পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ছিল চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। যেখানে প্রবাসী বাংলাদেশি শিশুরা অংশগ্রহণ করে।

আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েট্রি কর্নারের সমন্বয়ক ডা. মোবাশশার হাসান মাসুম।

তিনি বলেন, ‘এ ধরনের কবিতার কর্মশালা বাংলাদেশ পোয়েট্রি কর্নারের পক্ষ থেকে নিয়মিত করা হবে, যাতে লেসথোর উৎসাহী কবি ও লেখকবৃন্দ লেখালেখিতে নিজেদের উৎকর্ষ করতে পারেন।’

(ঢাকাটাইমস/১৫জুন/এলএ)