ভারতে কারাভোগের পর পাঁচ বাংলাদেশি কিশোর-কিশোরীকে হস্তান্তর

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০১৯, ২৩:০৩

ভারতে এক বছর কারাভোগের পর পাঁচ বাংলাদেশি কিশোর-কিশোরীকে শনিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ। তাদের মধ্যে চারজন কিশোর ও এক কিশোরী।

ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই কাপুর ডাং তাদের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আতিয়ার রহমানের হাতে তুলে দেন।

ফেরত আসা বাংলাদেশি কিশোররা হচ্ছে- সাতক্ষীরার আবু রায়হান,যশোরের শার্শার আপন, চাপাইনবাবগঞ্জের সেলিম, নড়াইলের রাব্বী ও কিশোরী ঝিনাইদহের শাহানা খাতুন।

আইসিপি ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ জানান, ভালো কাজের আশায় দেড় বছর আগে এরা দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের কোলকাতা শহর থেকে আটক করে। পরে তাদের এক বছর সাজা হয়ে যায়। সাজার মেয়াদ শেষে কলকাতায় বারসাত কিশোলয় নামে একটি শেল্টার হোমে তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।’

বিজিবি ক্যাম্পের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :