আফগানিস্তানকে হারিয়ে দ. আফ্রিকার প্রথম জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুন ২০১৯, ০১:০৮ | প্রকাশিত : ১৬ জুন ২০১৯, ০১:০৩

টানা তিন ম্যাচে হারের পর একটি ম্যাচ পরিত্যক্ত। সবমিলিয়ে বেশ হতাশই ছিল দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ক্ষুধার্ত ছিল আফ্রিকার এই দলটি। অবশেষে কাঙ্ক্ষিত সেই জয়ের দেখা পেল প্রোটিয়ারা। বিশ্বকাপে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

পাঁচ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার এটি প্রথম জয়। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সবমিলিয়ে তিন পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা এখন পয়েন্ট টেবিলে সপ্তম অবস্থানে রয়েছে। আর চার ম্যাচ খেলে চারটিতেই হেরে সবার নিচে অবস্থান করছে আফগানরা।

এদিন কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের দেয়া ১২৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে ওপেনার কুইন্টন ডি কক ৬৮ রান করেন। ৪১ রান করে অপরাজিত থাকেন হাশিম আমলা। ১৭ রান করে অপরাজিত থাকেন আন্দিল ফেলুকায়ো। আফগানিস্তানের পক্ষে অধিনায়ক গুলবদিন নাইব ১টি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। কিন্তু ২০ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৬৯ রান। বৃষ্টির পর খেলা শুরু হলে ম্যাচের ওভার কমিয়ে ৪৮ ওভারের করা হয়।

বৃষ্টির আগে মোটামুটি ব্যাটিং করলেও বৃষ্টির পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। শেষমেশ তারা ৩৪.১ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায়। তবে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১২৭ রান। আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান করেন রশীদ খান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ইমরান তাহির ৪টি, ক্রিস মরিস ৩টি, আন্দিল ফেলুকায়ো ২টি ও কাগিসো রাবাদা ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ইমরান তাহির।

(ঢাকাটাইমস/১৬ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :