ঝিনাইদহে ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুন ২০১৯, ১১:০৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালক জনি হোসেন (৩২) এবং তার সহকারী তৌহিদুল ইসলাম (২৬) নিহত হয়েছেন। রবিবার সকাল ৬টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কালীগঞ্জ ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের মধ্যে থেকে ড্রাইভার ও হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহত চালক জনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে ও হেলপার তৌহিদুল একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খুলনা থেকে কুষ্টিয়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১৭৭০) কালীগঞ্জের ছালাভরা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর থেকে খালের মধ্যে পড়ে যায়। এতে ট্রাকের মধ্যে থাকা ড্রাইভার জনি ও হেলপার তৌহিদ ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুন/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :