নিজ বাহিনীতে ফিরলেন র‌্যাবের গণমাধ্যম শাখার মুফতি মাহমুদ

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ১৭:১৩ | আপডেট: ১৬ জুন ২০১৯, ১৭:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাইমস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খানকে ফিরিয়ে নেওয়া হয়েছে নৌবাহিনীতে।  র‌্যাবে তার জায়গায় কাজ করবেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেন। ১৯ জুন থেকে দায়িত্ব পালন করবেন লে. কর্নেল ইমরান।

সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, আজ (রবিবার) মুফতি মাহমুদ খান র‌্যাব থেকে বিদায় নিয়েছেন। তিনি আগের কর্মস্থল নৌবাহিনীতে ফিরে গেছেন। এরপর যাবেন মিশনে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখায় এখন অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করবেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল এমরানুল হাসান।

মুফতি মাহমুদ খান ২০১৪ সালের ২৩ জুলাই থেকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বুধবার (১২ জুন) তার বাহিনীতে ফিরে যাওয়ার আদেশ হয়। র‌্যাবের গণমাধ্যম শাখার দায়িত্বে আসার আগে তিনি সিলেটে র‌্যাব-৯ ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন।

(ঢাকাটাইমস/১৬জুন/এসএস/মোআ)