খালেদার জামিন না হলে আপিলে যাবে বিএনপি: মওদুদ

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ১৭:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হাইকোর্ট ডিভিশনে না হলে আপিল বিভাগে যাবে বিএনপি।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। 

মওদুদ বলেন, ‘সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে আজ প্রায় এক বছর চার মাস ধরে খালেদা জিয়া কারাগারে আছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় এই সপ্তাহের মধ্যে হাইকোর্ট ডিভিশনে জামিন চাওয়া হবে। জামিন না দিলে আপিল বিভাগে যাওয়া হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় সংসদ নির্বাচনের দাবি’ শীর্ষক মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

মওদুদ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সারা বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত। সকলেই চায় খালেদা জিয়া মুক্তি পাক। এটি দেশের ১৬ কোটি মানুষের ইচ্ছা। কিন্তু সেটি সম্ভব হচ্ছে না, কারণ সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে আমরা শত চেষ্টা করেও জামিনের সুরাহা করতে পারছি না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আওয়ামী লীগ সরকারের ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেন।  তিনি বলেন, ‘সরকারে সুবিধাভোগীদের জন্য এ বাজেট। এ বাজেট জনসাধারণের জন্য না।’

বিদেশে টাকা পাচার প্রসঙ্গে মওদুদ বলেন, ‘গত এক দশকে বাংলাদেশ থেকে ৫ কোটি ৮৮ লাখ কোটি টাকা বিদেশে গেছে। এটি বর্তমান সরকারের বাজেটের চেয়েও বেশি টাকা। যে হারে টাকা পাচার হচ্ছে, এ পাচার কারা করছে? এ সরকারের মদদ নিয়ে যারা ব্যবসা-বাণিজ্য করে টাকা করেছে, সেটা দেশে বিনিয়োগ না করে বিদেশে পাচার করেছে।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিনে মুক্ত না করতে পারলে নেতাকর্মীদের সংগঠিত হয়ে রাজপথে নামার পরামর্শ দেন মওদুদ।

তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিনের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু তার সত্যিকারের মুক্তি আসবে আন্দোলনের মাধ্যমে। রাজপথেই খালেদা জিয়া মুক্তি নিশ্চিত হতে পারে।’

‘এ জন্য আমাদের সংগঠিত হতে হবে এবং কর্মসূচি দিতে হবে। আমাদের এমন কর্মসূচি দিতে হবে, যাতে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হয়।’

(ঢাকাটাইমস/১৬জুন/এনআই/ইএস)