কিশোরগঞ্জে সেই বেতাই সেতুর উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুন ২০১৯, ১৮:১৬

পিচ ঢালাই দিয়ে ফাটল মুছে দেয়া কিশোরগঞ্জের তাড়াইলের সেই বেতাই সেতুটির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের বেতাই নদীর উপর নির্মিত সেতুটির উদ্বোধন করেন তাড়াইল-করিমগঞ্জ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুইয়া শাহীন প্রমুখ।

প্রসঙ্গত, বেতাই নদীর এই সেতুটি ২০১৭ সালের ২ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সম্প্রতি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগেই বেশ কয়েক স্থানে ফাটল দেখা দেয়ায় এলাকাবাসী প্রতিবাদে ফুঁসে ওঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইনে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ফাটলের স্থানে পিচ দিয়ে পুরো সেতু ঢেকে দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা বেশ কয়েকটি মানববন্ধন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেতুটির পুনঃমেরামতের দাবি জানিয়েছিলেন। দ্রুত তদন্ত সাপেক্ষে নিম্নমানের কাজের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি ছিল তাদের।

(ঢাকাটাইমস/১৬জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :