বেনাপোলে ৪১ সোনার বারসহ চার পাচারকারী আটক

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ১৮:১৭

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ভারতে পাচারকালে যশোর বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে ৪১টি সোনার বারসহ চার পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। জব্দ সোনার মূল্য দুই কোটি ১১ লাখ টাকা বলে জানায় বিজিবি। রবিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আনিসুর রহমান, রিয়াজ মোল্লা, সবুজ মৃধা ও তানভীর জামান। এরা ফরিদপুর, মাদারীপুর ও খুলনা জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলদেশ থেকে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন ধরনের গোপন সংবাদে বিজিবি সদস্যরা বেনাপোলগামী (ঢাকা মেট্রো-ব-১৪-৮৩০০) একটি পরিবহনে অভিযান চালায়। এসময় ৪১টি সোনার বারসহ চার পাচারকারীকে আটক করা হয়।

আটকদের ব্যাপক জিজ্ঞাসা বাদ শেষে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬জুন/এলএ)