চলন্ত বাসে প্রবাসীকে ধর্ষণ চেষ্টা: চালক-হেলপারের রিমান্ড

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ২২:০২

মানিকগঞ্জ প্রতিনিধি,ঢাকাটাইমস

মানিকগঞ্জে চলন্ত বাসে প্রবাসী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে করা  মামলায় স্বপ্ন পরিবহনের বাস চালক ও হেলপারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রবিবার দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম বেগম রওশন জাহান এই রিমান্ড মঞ্জুর করেন।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার জানান, দুপুরে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করে স্বপ্ন পরিবহনের বাসচালক নায়েব আলী ও হেলপার সোহাগকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত, প্রবাসী জর্ডান ফেরত ওই নারী শুক্রবার সন্ধ্যায় শাহ জালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে রওনা দিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছে। এরপর স্বপ্ন পরিবহনের একটি বাসে উঠে তার গ্রামের বাড়ির ঘিওরের উদ্দেশ্যে দেন। রাস্তায় সব যাত্রী নেমে গেলে চালক নায়েব আলী ও হেলপার সোহাগ তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারী চিৎকার করলে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। বাসটি দ্রুত দৌলতপুরের দিকে চলে যায়। এসময় স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং গাড়ির পেছনে ধাওয়া করে। পরে দৌলতপুর থানা পুলিশের সহায়তায় চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী ঘিওর থানায় মামলা করেন।

(ঢাকাটাইমস/১৬জুন/এলএ)