পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ

রনি মোহাম্মদ, পর্তুগাল
 | প্রকাশিত : ১৬ জুন ২০১৯, ২২:৫২

প্রবাসের কর্মব্যস্ততার মাঝে ঈদ পরবর্তী সবারই মনে ইচ্ছে জাগে নিজের এবং স্বজনকে নিয়ে সমুদ্র-পাহাড়, খোলা আকাশ আর বাতাস উপভোগ করতে। আর তা যদি হয়, লিসবন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস ওয়ান ফ্রেমেলির আয়োজনে তখন তা আরো উৎসবমুখর আনন্দের।

শনিবার পর্তুগালের রাজধানী লিসবন শহরের অদূরে সাগর, পাহাড় আর ফলের আচ্ছাদিত প্রাকৃতিক নয়নাভিরাম ‘পর্তুগালের নাভাও নদীর তীরের শহর তোমারে’ দিনব্যাপী আয়োজন করা হয় বনভোজন চড়ুইভাতী। আভিজাত্যে ও চমকে ভরা এই আয়োজনে ঘোরাঘুরি, হৈচৈ, ফুটবল খেলা, বল নিক্ষেপ, মহিলাদের জন্য গেম-শো, কুইচ প্রতিযোগিতা ও কাপল গেমসসহ নানা ধরনের খেলা আরও ছিল লটারি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সকালের দেশীয় নাস্তার পরিবেশনের মধ্যদিয়ে বনভোজনের সূচনা হয়। মনোমুগ্ধকর ওই বনভোজনের আয়োজনে আরও ছিল দেশীয় মুখরোচিত দেশীয় খাবার, পিঠা আর নানান ধরনের মিষ্টান্ন।

ওয়ায়েজ খান, ফরিদ আহমেদ পাটোয়ারী ও লিটনের পরিচালনায় উপস্থিত ছিলেন- সাংবাদিক নাঈম হাসান পাভেল, এনামুল হক।

(ঢাকাটাইমস/১৭জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :