প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নফাঁস’র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুন ২০১৯, ২৩:০৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দুপুর ১২টায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশে মানববন্ধন করে সংগঠনটি।

সংগঠনের যুগ্ম আহবায়ক ও প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের সমন্বয়ক তারেক রহমান বলেন, ‘সরকার পাঁচ বছর নয়, সাত বছর নয়, ১১টি বছর অতিক্রম করছে, কিন্ত কিছু কথা দুঃখের সাথে বলতে হয়, সরকার প্রশ্নফাঁস রোধে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা থেমে যাব না, আমরা আন্দোলনের ডাক দিয়েছি, পাশাপাশি আইনি পথেও হাঁটছি, আমরা রিট করার উদ্যোগ নিয়েছি পরীক্ষার্থীদের নিয়ে, ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা কোনভাবেই মেনে নেব না আমরা।’

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘প্রশ্নফাঁসের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি যেখানে আমরা নিরাপদ নই, আমাদের পরিবার নিরাপদ নয়, অন্যায়ের প্রতিবাদ করায় আমাকে থানায় তুলে নিয়ে যায়, থানায় বসেই আওয়ামী লীগ নেতারা আমায় প্রাণনাশের হুমকি দেয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, ‘বর্তমান সরকারের তিন মেয়াদেও প্রশ্নফাঁস বন্ধ করতে ব্যর্থ হয়েছে।’

ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘প্রশ্নফাঁস নিয়ে এটাই আমাদের প্রথম কিংবা নতুন আন্দোলন নয়, আমাদের আগেও অনেক ছাত্রসংগঠন এসবের প্রতিবাদ করেছে। এসময় তিনি শুরু থেকে প্রশ্নফাঁসের বিরুদ্ধে সরকারের যথাযথ ব্যবস্থা না নেয়াকে দুর্বল শাসন ব্যবস্থা এবং সুশাসনের অভাব বলে ‍উল্লেখ করেন।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন- যুগ্ম আহবায়ক আতাউল্লাহ, সোহরাব, সুহেল বাশার, মাহফুজ, মোল্লা বিন ইয়ামিন, মধু, নীলা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬জুন/এসএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :