অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে কে কোন পদে

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৭ জুন ২০১৯, ১২:৫২

মিডিয়াপাড়ায় নির্বাচনী আমেজ। প্রচার-প্রচারণা শেষ পর্যায়ে। আর মাত্র তিনদিন বাদেই অর্থাৎ ২১ জুন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের ভোট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে। চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেখানে ভোট দেবেন ছোট পর্দার প্রায় ৬০০ জন অভিনেতা-অভিনেত্রী।

ভোটকে সামনে রেখে গত শনিবার শিল্পকলা একাডেমিতে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এদিন রীতিমতো তারকার মেলা বসেছিল শিল্পকলা একাডেমিতে। এবারের নির্বাচনে ২১টি পদের জন্য ৫১ জন প্রার্থী লড়াই করছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ইতিমধ্যে সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা লুৎফর রহমান জর্জ নির্বাচিত হয়ে গেছেন।

এবারের নির্বাচনে অন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে বর্তমান অভিনয়শিল্পী সংঘ। সেই তালিকা থেকে দেখা যায়, সভাপতি পদে লড়ছেন তিনজন। তারা হলেন তুষার খান (আশিকুল ইসলাম খান), মিজানুর রহমান (শামীম ভিস্তী) ও শহীদুজ্জামান সেলিম। সহসভাপতি পদে তিনটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল লাবু, তানিয়া আহমেদ ও দিলু মজুমদার। নিয়মানুযায়ী এই ছয়জনের মধ্য থেকে জয়ী হবেন তিনজন।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদের জন্য লড়ছেন আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, এ কে এম আমিনুল হক আমিন, রওনক হাসান (এম এম কামরুল হাসান) ও সুমনা সোমা।

অর্থ সম্পাদক হিসেবে একটি পদের বিপরীতে লড়ছেন মুহাম্মুদ নূর এ আলম এবং মাঈন উদ্দিন আহমেদ। দপ্তর সম্পাদক পদে লড়াইয়ে থাকা চার প্রতিদ্বদ্বী প্রার্থী হলেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, গোলাম মাহমুদ ও শেখ মেরাজুল ইসলাম।

অনুষ্ঠান সম্পাদকের একটি আসনের জন্য লড়ছেন তিনজন। তারা হলেন জিনাত সানু স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু। আইন ও কল্যাণ সম্পাদকের একটি পদে লড়ছেন ম ম শিউলী, শামীমা ইসলাম তুষ্টি, শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রাণ রায়, শফিউল আলম বাবু এবং শহিদ আলমগীর। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে লড়ছেন সিরাজুল ইসলাম ও সুজাত শিমুল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে সাতটি পদের জন্য প্রার্থী ১৮ জন। তারা হলেন সেলিম মাহবুব, বন্যা মির্জা, শামস সুমন, শামসুন নাহার শিরীন (সূচনা সিকদার), আবদুর রাজ্জাক, সনি রহমান, নিথর মাহবুব, জাহিদুল ইসলাম চৌধুরী, ওয়াসিম হাওলাদার, মুনিরা বেগম মেমী, মাহাদী হাসান পিয়াল, তানভীর মাসুদ, নাদিয়া আহমেদ, রেজাউল করিম সরকার, নুরুন নাহার বেগম, তারেক মাহমুদ, জাকিয়া বারী মম এবং রাজিব সালেহিন।

অভিনয় শিল্পী সংঘের এটি দ্বিতীয় নির্বাচন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অভিনেতা খায়রুল আলম সবুজ। কমিশনে আরও আছেন অভিনেতা মাসুম আজিজ ও নাট্যজন বৃন্দাবন দাস। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি। সেবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব সামলেছিলেন এম এম মহসিন।

ঢাকাটাইমস/১৭ জুন/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :