ঘোড়ায় চেপে খেলা দেখতে এলেন সমর্থক

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ১৭:৩২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

রবিবার ম্যানচেস্টারের মাঠে ২২ গজের বিশ্বযুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলকে উৎসাহ জোগাতে সে দেশে থাকা ভারত ও পাকিস্তানের সমর্থকরা এসেছিলেন খেলা দেখতে। সে রকমই এক পাকিস্তান সমর্থক যেভাবে খেলা দেখতে এলেন, তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি ঘোড়ায় চেপে খেলা দেখতে আসছেন ওই পাক সমর্থক। তিনি নিজেও পরে রয়েছেন সাদা রঙের সুদৃশ্য পোশাক। হাতে রয়েছে পাকিস্তানের পতাকা। ঘোড়ায় চেপে সেই পতাকা নাড়াতে নাড়াতে স্টেডিয়ামের দিকে আসছেন তিনি।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। এক দিকে প্রিয় দলকে অভিনব ভঙ্গিতে সমর্থন করায় তাঁর প্রশংসায় মেতেছে নেটিজেনদের একাংশ। তেমনই ভারতের কাছে পাকিস্তানের অসহায় আত্মসমর্থনের পর ওই পাক সমর্থককে নিয়ে হাসাহাসিও চলছে। নেটিজেনরা খোঁচা দিয়ে বলছেন, এত কিছু করেও পাকিস্তানের জয় দেখা আর হল না!

(ঢাকাটাইমস/১৭ জুন/এসইউএল)