পপুলারে চিকিৎসায় ছাড় পাবে পুলিশ পরিবার

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ১৭:৫০ | আপডেট: ১৭ জুন ২০১৯, ১৮:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুলিশ সদস্য ও তাদের পরিবারকে প্যাথলজিক্যাল, ইমেজিংসহ বিভিন্ন টেস্টে সর্বোচ্চ ছাড় দেবে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। সোমবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে এই নিয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ডিএমপির পক্ষে স্বাক্ষর করেন উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) সুদীপ কুমার চক্রবর্তী। পপুলার গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. মোস্তাফিজুর রহমান।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডিএমপির ৩৪ হাজার সদস্য জনগণের নিরাপত্তা, জানমাল ও রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে সবসময় দায়িত্ব পালন করছে। জীবনের ঝুঁকি নিয়ে যারা জনগণের নিরাপত্তা দিয়ে থাকে তাদের নিরাপত্তাও সমোধিক গুরুত্বপূর্ণ। আমার নিজের নিরাপত্তা না থাকলে অন্যের নিরাপত্তা দেব কীভাবে? ভালো সেবা দিতে হলে কাজের ভালো পরিবেশ দিতে হবে। ২০১৩ সাল থেকে পুলিশকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সফলতার সাথে সেবা দিয়ে যাচ্ছে। এজন্য পপুলার গ্রুপের প্রতি আন্তরিক কৃতজ্ঞা রইল।’

ডিএমপি কমিশনার বলেন, ‘ আমরা আশা করবো ডায়াগনস্টিক সেন্টারের মতোই পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ সদস্য ও তাদের পরিবার আশানুরূপ সেবা পাবে। পুলিশ সদস্যের আইডি কার্ড দেখালে যাতে সে প্যাথলজিক্যাল টেস্টসহ হাসপাতালে চিকিৎসায় ডিসকাউন্ট সেবা পায়, সে দিকে পপুলার গ্রুপ কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন।’

(ঢাকাটাইমস/১৭জুন/এসএস/জেবি)