বিএনপিকে বিরোধী দল বলতেই সংসদে হইচই

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ২০:৪৩ | আপডেট: ১৭ জুন ২০১৯, ২০:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

সাংবিধানিকভাবে বিরোধী দলে না থাকলেও নিজেদের প্রকৃত বিরোধী দল দাবি করে সংসদে হইচই ফেলে দিলেন দলটির সংসদ সদস্য হারুন অর রশীদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি যেভাবেই বিরোধী দল সাজান না কেন, মহাজোটের অংশীদারদের দিয়েও সাজান না কেন তাতে কোনো লাভ হবে না। আমরাই প্রকৃত বিরোধী দল। কারণ আমরা গা বাঁচিয়ে কথা বলি না।’

এসময় প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও সরকার দলীয় সংসদ সদস্যরা হইচই করে তার বক্তব্যের প্রতিবাদ জানান।

সোমবার সংসদের বৈঠকে চলতি ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদে বিএনপির সাংসদ হারুন বক্তব্য দেয়ার সময় এই অবস্থার সৃষ্টি হয়।

হারুনুর রশীদ তার বক্তব্যে মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন ও জাসদ নেতা হাসানুল হক ইনুর নাম উল্লেখ করে কিছু একটা বলতে চান। তবে নির্ধারিত সময় শেষ হওয়ায় তার মাইক বন্ধ হয়ে যায়।

গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ছয়জন নির্বাচিত হন। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। ফলে তার আসনটি শূন্য হয়ে যায়। পরে সংসদের আনুপাতিকহারে সংরক্ষিত নারী আসনে একজনকে মনোনয়ন দেওয়া হয়। সব মিলিয়ে বর্তমানে সংসদের তাদের সদস্য সংখ্যা ছয়জন।

অন্যদিকে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সংখ্যা ২২ জন। আনুপাতিক হিসেবে তারাও সংরক্ষিত নারী আসনের চারটি আসন পেয়েছে, ফলে তাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবিতে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হারুনুর রশীদ বলেন, ‘সারাদেশে বিএনপি দলীয় নেতাকর্মীরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, তারা গায়েবি মামলার শিকার হচ্ছেন।’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘গায়েবি মামলা বলতে কিছু নেই। প্রতিটি ঘটনার সুনির্দিষ্ট বাদী রয়েছে। ঘটনা ঘটছে বলেই মামলা হয়েছে। সাক্ষীও রয়েছে। যারা অভিযোগ করছেন তারা ভুয়া না হলেও ভুল তথ্যের ভিত্তিতে এসব কথা বলছে।’

(ঢাকাটাইমস/১৭জুন/বিইউ/জেবি)